‘কাব্য প’ড়ে যেমন ভাব / কবি তেমন নয় গো। / আঁধার ক’রে রাখে নি মুখ, / দিবারাত্র ভাঙছে না বুক, / গভীর দুঃখ ইত্যাদি সব / হাস্যমুখেই বয় গো’ (‘কবি’, ‘ক্ষণিকা’)। রবীন্দ্রনাথের রসবোধ সব সময়ই প্রবল ছিল, মৃত্যুর আগেÑআগেও তাতে ভাটা পড়েনি। রবীন্দ্রনাথের লেখা ও জীবন দুই থেকেই তাঁর রসবোধের উদাহরণ তুলে ধরে এই বই।
তিতাশ চৌধুরী জন্ম ১৮ জুলাই ১৯৪৫, ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। প্রাক্তন অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। কবিতা, প্রবন্ধ, ফোকলোর, শিশুতোষ, স্মৃতিকথা ও সম্পাদনা মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা তিরিশের বেশি। ‘অলক্ত’ পত্রিকা সম্পাদনার জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার ও সম্মাননা অর্জন ।