পদ্মায় জীবনের এক গুরুত্বপূর্ণ সময় কেটেছে রবীন্দ্রনাথের। পদ্মার কথা তো তাঁর লেখায় এসেছেই, কিন্তু কীভাবে ? নদী কি তাঁর লেখায় শুধু দৃশ্যপট, শুধু রূপক, শুধু শিশুশিক্ষার বিষয়, নাকি আরও কিছু ? তাঁর চিঠিতে যে-নদী দেখা যায়, আর তাঁর কবিতায় যে-নদী দেখা যায়, গুণগত দিক থেকে তারা কি এক ? মাকিদ হায়দার জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৭, পাবনা। লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ফিলিপাইনসের ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সাবেক উর্ধতন নির্বাহী। প্রকাশিত গ্রন্থ : কবিতা : ‘রোদে ভিজে বাড়ি ফেরা’, ‘আপন আধারে একদিন’, ‘ও প্রার্থ ও প্রতীমা’, ‘কফিনের লোকটি’ ও ‘যে আমাকে দুঃখ দিলো, সে যেন আজ সুখেই থাকে’। গল্প : ‘বিপরীতে অন্যকেউ’।