রবীন্দ্রনাথের বহু লেখায় কবিতার সঙ্গে গল্পের মিল ঘটেছে। এগুলো কি পদ্যে-বলা গল্প ? নাকি, এগুলো মূলত কবিতা, যেখানে গল্প ব্যবহার করা হয়েছে শিল্পের উপাদান হিসেবে ? এ বিষয় নিয়ে তর্ক তো হতেই পারে। গল্প কখন কবিতা হয়ে যায়, কিংবা, কবিতা গল্প, তা কী করে বোঝা যাবে ? এ বইয়ে এমনি কিছু লেখার পরিচয় তুলে ধরা হয়েছে। আফরোজা পারভীন জন্ম ৪ ফেব্র“য়ারি ১৯৫৭, নড়াইল। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৫৫টি। পেয়েছেন জাতীয় নজরুল সমাজ পদক, এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার, গোবিন্দদাস সাহিত্য পুরস্কারসহ আরও অনেক পুরস্কার।