রবীন্দ্রনাথ তাঁর কিছু-কিছু বাংলা কবিতা ইংরেজিতে পুনর্সৃষ্টি করেছেন, ইংরেজি ‘গীতাঞ্জলি’র কবিতাগুলো যেমন। আবার, অন্যের লেখা কবিতা ইংরেজিতে পুনর্সৃষ্টি করেছেন, দ্বিজেন্দ্রলাল রায়ের ও সত্যেন দত্তের কবিতা যেমন। মূল ইংরেজিতেও কবিতা লিখেছেন। মূল ইংরেজিতে লেখা কবিতা বাংলাতে পুনর্সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের ইংরেজি কবিতা কেমন ? এই সব লেখা নিয়ে তিনি নিজে কি তৃপ্ত ছিলেন ?