চলচ্চিত্র যে একটি ভিন্ন মাধ্যম, রবীন্দ্রনাথ তা জানতেন। অমিয় চক্রবর্তী জানান, রবীন্দ্রনাথ ‘ইংরাজিতে একটা নূতন রকম টেকনীকে ফিল্মের জন্য নাটক লিখছেন’। এটি জার্মানিতে ১৯৩০-এর ঘটনা। রবীন্দ্রনাথ যা লিখেছিলেন, তা চিত্রনাট্য নয়, ‘দ্য চাইল্ড’ নামে ইংরেজিতে দীর্ঘ গদ্যকবিতা। রবীন্দ্রনাথের লেখা থেকে চলচ্চিত্র তৈরি করা হয়েছে। কেমন সেই সব চলচ্চিত্র ? মোমিন রহমান জন্ম ১০ অক্টোবর পুরনো ঢাকার দক্ষিণ মৈশন্ডিতে। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। পাক্ষিক ‘অন্যদিন’-এর সহকারী সম্পাদক। ‘শত বর্ষের বাংলা চলচ্চিত্র (১৩০১-১৪০০)’ নামক দীর্ঘ প্রবন্ধ করুণাময় গোস্বামী সম্পাদিত : ‘বাংলা সং¯কৃতির শতবর্ষ’ গ্রন্থে এবং আরেকটি উল্লেখযোগ্য রচনা : ‘Satyajit Ray' অন্তর্ভূক্ত হয়েছে ‘Twenty Great Bengalis' গ্রন্থে। প্রকাশিত গ্রন্থ : ‘শব্দের সিঁড়ি ভাঙছি’ (কাব্যগ্রন্থ), ‘মুমু অথবা মম’র গল্প’ (গল্পগ্রন্থ) এবং ‘নয় নক্ষত্র’ (সাক্ষাৎকার সংকলন)।