‘গীতবিতান’এর ‘বিচিত্র’ পর্বে গান এক শ চল্লিশটি। এর মধ্যে বাষট্টিটিতে এই বইয়ের লেখক আধ্যাত্ম চেতনার খোঁজ পান। রবীন্দ্রনাথ যখন বলেন, ‘আমি সুদূরের পিয়াসি’, তখন এই লেখকের মনে হয় ওই সুদূর মানে স্রষ্টা। যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, তাকেও ইন্দ্রিয়াতীত সত্তা বলেই তাঁর মনে হয়। অন্য কারও এমনটি মনে না হলেও কিছু এসে যায় না। তুহিন ওয়াদুদ জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৮, রাজার হাট, কুড়িগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ‘নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প : বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ’ অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি.। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। প্রকাশিত গ্রন্থ : ‘জ্যোতিপ্রকাশ দত্তের ছোটগল্প : বিষয়বৈভব ও শিল্পরূপ’, ‘নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প : বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ’। এছাড়াও ‘সাহিত্য ও সমাজ’ নিয়ে লেখালেখি করেন।