বাল্যবিবাহের বিরুদ্ধে কথা বলেন রবীন্দ্রনাথ, কিন্তু নিজে যখন বিয়ে করেন, তখন কনের বয়স ছিলো ন বছর ন মাস। নিজের মেয়েদের বিয়ে দেন অল্প বয়সে। বিধবা হবার পর সাহানা দেবীকে জোড়াসাঁকোতে ফিরিয়ে আনেন, যাতে তাঁর আবার বিয়ে না হয়। আবার, নিজের ছেলেকে বিয়ে দেন বিধবার সঙ্গে। ‘হিন্দুবিবাহ’ প্রবন্ধের সঙ্গে ‘ভারতবর্ষীয় বিবাহ’ প্রবন্ধ কথা মেলে না।