ররবীন্দ্রনাথের কীÑকী বই প্রকাশিত হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, প্রকাশিত বইটির প্রকৃতি কী, মুদ্রণসংখ্যা কত ছিলো, মূল্য কত ছিলো, বইটি সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করার মতো কোনও বিষয় আছে কিনা, এই সব তথ্যের কালানুক্রমিক বিবরণ এই বইয়ে ও এ রকম আরও তিনটি খণ্ডে সঙ্কলিত হয়েছে। মিহিরকান্তি চৌধুরী জন্ম ১৯৫৭ সালে। রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যের একজন পাঠক। লেখেন রবীন্দ্রনাথকে নিয়ে প্রবন্ধগ্রন্থ, ‘Haunting Rays: Tagore Miscellany’। জার্মানির Lambert Academic Publishing বইটির আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করে। একই প্রকাশনা সংস্থা থেকে বেরোয় আরেকটি প্রবন্ধগ্রন্থ ‘Tagore’s Passage to Germany'। br> তাঁর অন্যান্য গ্রন্থ, ‘The Oriental Sun' (কাব্য) এবং ‘শাহ আবদুল করিম : জীবন ও কর্ম’ (প্রবন্ধ)। br> বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেটে একটি ইংরেজি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক।