আত্মবিস্মৃত বাঙালিকে নিজের শেকড়ের দিকে ফেরাতে হলে রবীন্দ্রনাথ ও নজরুলের বিকল্প নেই। বাংলার সাহিত্যে এই দুই কিংবদন্তীকে চর্চা করলেই আমরা প্রকৃত আমাদের হয়ে উঠবো। বুলবুল মহলানবীশ রবীন্দ্র-নজরুল সম্পর্কসহ, জীবন দর্শন চমৎকারভাবে খুঁড়ে খুঁড়ে দেখিয়েছেন। পড়ে মনে হবে এ যেন চৈতন্যে প্রত্যাবর্তনের পালা।