রেজাউর রহমান, জন্ম ১৯৪৪ সালে, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে এমএসসি করেছেন ১৯৬৫ সালে। রাজশাহী সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাজীবনের শুরু। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান গবেষক হিসেবে ১৯৬৬-২০০২ পর্যন্ত নিয়োজিত ছিলেন। চেক বিজ্ঞান একাডেমি, প্রাগ থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচ ডি লাভ করেন। খণ্ডকালীন অধ্যাপনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে (১৯৯১-২০০৫)। একশরও বেশি মৌলিক ও জনপ্রিয় বিজ্ঞান প্রবন্ধ লিখেছেন। বংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর কীটতত্ত্ব বিষয়ক স্নাতকোত্তর মানের পাঠ্যপুস্তকগুলো যথেষ্ট সমাদৃত হয়েছে। পাশাপাশি তিনি লিখেছেন জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থও। প্রথাগত নিয়মে অবসরপ্রাপ্ত হলেও শিক্ষকতা-গবেষণা ও বিজ্ঞান আন্দোলন এবং সম্প্রচার কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি নিয়মিতভাবে সাহিত্যচর্চায়ও নিবেদিত। সাহিত্যচর্চা করেন স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬৩ সালে। প্রকাশিত গল্পের সংখ্যা শতাধিক। কয়েকটি উপন্যাসও লিখেছেন।