কুরআন একটি ধর্মগ্রন্থ ও বিধি-নিষেধের সমষ্টিমাত্র নয়; কুরআন সর্বশ্রেষ্ঠ সাহিত্যের সমুজ্জ্বল দৃষ্টান্তও। একজন ফরাসি দার্শনিক বলেছেন, ‘কুরআন ভাষাবিদদের জন্য একটি শব্দকোষ, কবিদের জন্য একটি কাব্যগ্রন্থ।’ অতুলনীয় সাহিত্যগুণে কুরআন পরিপূর্ণ। কুরআনের কাব্যময়তা, গদ্যশৈলী, উপমা, রূপক, উচ্চ ভাষার সাহিত্যমূল্য ও বর্ণনায় অপরিসীম সমৃদ্ধি চিরঞ্জীব ও চিরসত্য। কুরআনের শব্দভান্ডার ও সাহিত্যালংকার পৃথিবীর অন্যান্য ভাষাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি সমৃদ্ধ করেছে আমাদের ভালোবাসার বাংলাকেও। কুরআনের প্রতি বর্ণে-শব্দে, বাক্যভঙ্গি ও সুর-ছন্দে যে সম্মোহনী শক্তি লুকিয়ে আছে তা শব্দের ভেলায় চড়ে নিজের সৌন্দর্য ও শক্তি ছড়িয়ে দেয় অন্যান্য ভাষাতেও। তাই আমাদের জ্ঞান, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্যকে সমৃদ্ধির স্পর্শ দিতে হলে জানতে হবে কুরআনের শব্দাবলির অর্থ ও মর্ম। সে সমৃদ্ধির সোনালি পথে আপনাকে নিয়ে যাবে কুরআনের শব্দ অভিধান।