ইসলাম মানার জন্য যেমন ইসলাম সম্পর্কে জানা প্রয়োজন, ইসলামের দিকে ডাকার জন্যও ইসলাম সম্পর্কে জানা প্রয়োজন। ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মূল উৎস হলো কুরআন ও সহীহ সুন্নাহ। এ দুটি উৎস থেকে অর্জিত জ্ঞান হবে নির্ভুল ও সঠিক। মুসলিম উম্মাহ ও মুসলিম সমাজে যেসব ভ্রান্তির অনুপ্রবেশ ঘটেছে তার মূল কারণ ওয়াহ্ই নির্ভর দুটি উৎস তথা কুরআন ও সহীহ সুন্নাহ থেকে সরে গিয়ে মানুষের মতামতকে যাচাই-বাছাই ছাড়া গ্রহণ ও এর প্রসার ঘটানো। আমাদের আকীদা বিশ্বাস, ইবাদাত ও আমল এবং সামগ্রিক জীবনাচরণকে পরিশুদ্ধ করার জন্য কুরআন ও সহীহ সুন্নার দিকে ফিরে আসতে হবে। কুরআন ও সহীহ সুন্নাহ থেকে বিশুদ্ধ শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। ‘আকিজ গ্রুপ’ বাংলাদেশে একটি পরিচিত নাম। দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পে-এর রয়েছে বড় অবদান। এটি বাণিজ্য ও শিল্পের পাশাপাশি নানামুখি কর্মকান্ডে র মাধ্যমে মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০১৬ সন থেকে আকিজ গ্রুপ জাতির ভবিষ্যত প্রজন্মকে কুরআন-সুন্নাহ নির্ভর জ্ঞানের আলোতে আলোকিত করার জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তা হলো ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’ শিরোনামে শিশু-কিশোরদের নিয়ে বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা। যা দেশের প্রথম বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলায় মহাগ্রন্থ কুরআন নাযিলের মহান মাস রামাদানে সম্প্রচারিত হয়। আকিজ কর্তৃপক্ষ বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য দুইশত প্রশ্ন ও উত্তর তৈরি করতে আমাকে দায়িত্ব দেয়। এজন্য তাঁদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা।
দুইশত প্রশ্ন ও উত্তর তৈরী করার পর প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রয়োজনে তা অনেকের হাতে পৌঁছে। এসব প্রশ্ন ও উত্তর পড়ে কয়েকজন আমাকে পরামর্শ দিলেন, আমি যেন জীবন ঘনিষ্ঠ আরো প্রয়োজনীয় বিষয়কে সামনে রেখে অন্ততঃ পাঁচশত প্রশ্ন উত্তর সম্বলিত একটি বই রচনা করি।
আ.ন.ম. রশীদ আহমাদ
Title :
কুরআন-সুন্নাহ্ দর্পণে আমাদের যা জানা প্রয়োজন (পেপারব্যাক)