পবিত্র কোরআন মজীদ সম্পর্কে জানার উৎসাহ নিয়ে যাঁরা এ গ্রন্থ পাঠে ব্রতী হবেন, তাঁদের জন্য কালামে মজীদ সম্পর্কিত অসংখ্য উত্তর এতে সন্নিবেশিত হয়েছে।
কোরআন মজীদ সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি বিষয় এই গ্রন্থে উঠে এসেছে। কোরআন কখন কিভাবে, কোথা থেকে নাযিল হলো, কার প্রতি নাযিল হলো, কিভাবে তা অদ্যাবধি অক্ষত থাকলো, পূর্বে নাযিলকৃত অন্যান্য আসমানী কিতাবের সাথে কোরআন মজীদের সম্পর্ক বা সামঞ্জস্য কি, স্থায়ী সুরক্ষার ব্যবস্থাটা কি, অবতরণের নিখুঁত বিবরণ, পাঠরীতি নিয়ে বিভ্রান্তির নিরসন, যতিচিহ্নসমূহের ব্যবহার কিভাবে সন্নিবেশিত হয়েছে এবং সূরাহ্, আয়াত, পারা ইত্যাদি বিষয়ে গভীর তথ্যবহুল আলোচনা এ গ্রন্থে বিশ্লেষিত হয়েছে।
আদি মানব থেকে শুরু করে মানবজাতির ক্রমবিকাশ এবং তাদের ইতিহাস-ঐতিহ্য মহাগ্রন্থ কোরআন মজীদে কিভাবে বর্ণিত হয়েছে, মানব সৃষ্টির মূল রহস্য, নবী-রছুল ও ওলীগণের বিবরণ, আল্লাহ্ প্রেমিক সৎকর্মশীল এবং অসৎ, দাম্ভিক-অহংকারী মানুষদের বিষয়াবলী কিভাবে কোরআন মজীদে আলোচিত হয়েছে তাও জানা যাবে এ গ্রন্থ পাঠে। এমনকি পাক কোরআন ও বর্তমান আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পারস্পরিক গভী