কুরআন মাজীদ
দুইটা বিষয় পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম_ ১। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এক ভিন্ন রকম কুরআনের অনুবাদের জন্য অনুবাদককে ধন্যবাদ জানাই, আল্লাহ উনাকে নেক হায়াত দিক। তবে উনি যেহেতু অনেক পরিশ্রম করেছেন আমি পাঠক হিসেবে বলছি আরেকটু কষ্ট করে যদি শানে নুযুল টাও সংযুক্ত করে দিতেন খুব খুউব ভালো হতো। ২। আর নতুন ঝকঝকে আরবি ফন্ট ভালই লাগছে, কিন্তু আরবি ফন্ট সাইজ বাংলা ফন্ট সাইজের তুলনায় খুবই ছোট দেখাচ্ছে। কারন এটাও হতে পারে, সেইম ফন্ট সাইজে আরবি লেখা বাংলা লেখার চেয়ে ছোট দেখায়। ফন্ট সাইজ ভিন্নতার দরুন পড়ার সময় চোখ ব্যাথাও করতে পারে যাদের সমস্যা আছে। আবার আমরা যেহেতু অধিকাংশই জেনারেল, তাই ছোট ফন্ট সাইজ পড়তে একটু কষ্ট হয়। আরবি ফন্টের সাইজ যদি বাংলা ফন্ট সাইজের চেয়ে এক বিটও বেশি হতো খুব ভালো হতো। ★★আশা করছি, প্রকাশক, অনুবাদক এবং সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।