কুরআন বোঝার মূলনীতি (পেপারব্যাক)
কুরআন বোঝার মূলনীতি বইটি পড়ার পর বুঝতে পারা কুরআন বোঝার গুরুত্বটা কতটা। আপনি গড় গড় করে পড়ে গেলেন বুঝলেন না কিছু তাহলে সেখানেই আছেন আপনি যেখানে ছিলেন।বইটির নামই বলে দেয় বইটি কত গুরুত্বপূ।
কুরআন হলো ইসলামের মূল ভিত্তি; সুতরাং তা অবশ্যই বিশুদ্ধ ও অপরিবর্তিত থাকতে হবে। এজন্য আল্লাহ কুরআনের মূল টেক্সটকে বিকৃতি থেকে সুরক্ষা দিয়েছেন। কুরআনের বক্তব্যকে বিকৃত করা হয় তার অপব্যাখ্যার মাধ্যমে। তাই ইচ্ছেমতো কুরআন ব্যাখ্যার কোনো সুযোগ নেই। একমাত্র সেই তাফসীরই গ্রহণযোগ্য যা নিম্নোক্ত ক্রমধারা মেনে চলে: কুরআন দ্বারা কুরআনের তাফসীর; আল্লাহর রাসূলের সুন্নাহ দ্বারা তাফসীর; সাহাবায়ে কেরামদের বক্তব্য দ্বারা তাফসীর; ভাষাগত ব্যাখ্যার মাধ্যমে শর্তসাপেক্ষ তাফসীর; এবং পরিশেষে মতামত ভিত্তিক তাফসীর– যদি সে মতটি পূর্বের চারটি পদ্ধতির ভিত্তিতে হয় এবং সেগুলোর কোনোটির সাথে সাংঘর্ষিক প্রতীয়মান না হয়। দ্বীনের একান্ত এই মৌলিক বিষয়টি নিয়েই ড. বিলাল ফিলিপ্সের রচনা : "কুরআন বোঝার মূলনীতি"