আইজ্যাক আসিমভের বৈজ্ঞানিক কল্পকাহিনী কে অপছন্দ করে বলো! কিন্তু তুমি কি জানো তার ভক্তরা তার নামে একটি সায়েন্স ফিকশন ম্যাগাজিন প্রকাশ করত! আসলে করত বললে ভুল হবে। কারণ ম্যাগাজিনটি অ্যামেরিকাতে এখনো প্রকাশিত হয়। অবশ্য ২০১৭ থেকে ম্যাগাজিনটি মাসিক থেকে দ্বিমাসিক হয়ে গেছে। এই ম্যাগাজিনে প্রকাশিত সায়েন্স ফিকশন পাজলগুলো দিয়ে তৈরি করা হয়েছেএই বইটি।
এই ধরনের পাজল সমাধান করার মজাই আলাদা। কারণ এসব পাজলের মূল পটভূমিতে থাকে চমৎকার একটি সায়েন্স ফিকশন গল্প। সেই কাহিনীর ওপর ভিত্তি করেই তৈরি করা হয় পাজলগুলো। ফলে পাজলের মধ্যেও অনেক বৈচিত্র্য থাকে। তুমি যদি বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং পাজল পছন্দ করে থাকো তাহলে এই বইটি শুধু তোমার জন্যই। পড়তে থাকো আর উপভোগ করতে থাকো সায়েন্স ফিকশন আর পাজলের মজার দুনিয়া।