জন্ম ২০ জানুয়ারি। জন্মস্থান চট্টগ্রাম। স্নাতকোত্তর (প্রাণিবিদ্যা), ঢাকা বিশ্ববিদ্যালয়। স্কুল ও কলেজে শিক্ষকতা। বাংলা একাডেমীর স্বেচ্ছাবসরকারী কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্থানীয় শিক্ষা উপদেষ্টা।
প্রকাশিত গ্রন্থ : অনুবাদ, সম্পাদনা ও সংকলন বাদ দিয়ে ২৭টি। এর মধ্যে আছে শিশু-কিশােরদের জন্য লেখা ১৩টি বই। প্রবন্ধ সংকলন: মানুষের জন্য বিজ্ঞান, বিজ্ঞান ও প্রত্যাশা, দাও ফিরে সে অরণ্য, শতবর্ষে বাঙালির বিজ্ঞানসাধনা, বাংলাদেশের বন ও বনানী, বিলুপ্ত ও বিপন্ন প্রাণী, রবীন্দ্রনাথ : বিজ্ঞানমনস্কতা ও চিকিৎসাবিজ্ঞান। জীবনীগ্রন্থ : বৈজ্ঞানিক জগদীশচন্দ্র, কুদরাত-এ-খুদা ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
পুরস্কার : ব্যাংক সাহিত্য পুরস্কার (গবেষণা), আলাওল সাহিত্য পুরস্কার (শিশুতােষ), দুইবার অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার।