এহসান হাবীবের নতুন কবিতার বই ‘পুষ্পদাহকাল।
দহনের সময়ে লেখা কবিতা। এই দহন বাইরের যেমন, তেমনই আবার কবির অন্তরেরও। দ্বিবিধ এই দহনে পুড়ছে পুষ্প ও বিহঙ্গেরাও। পুড়ছে, কিন্ত শিখা নেই, স্ফূলিঙ্গ নেই, অঙ্গার নেই, ভস্মও নেই। এই রকম বহু দহনের মধ্যে বসে লিখছেন কবি নম্র ভাষ্যে, যেন তা চাপা এক আর্তস্বর। এহসান হাবীবের এই কবিতাগুলো আগের থেকে ভিন্ন অন্তর আভাসে ও বয়নে।