ফ্ল্যাপের কিছু কথাঃআমার কিছু ছোট ছোট আবর্জনার স্তুপ কেমন করে যেন কলি মেলে দিয়ে প্রজাপতির আমন্ত্রণে ভবিয়ে তোলে জীবনের নীল কারাগার।পূর্ণচাঁদ বুকের ভেতর আর দূর আকাশে অসম্পূর্ণ কথাকলি। বাকীটা পাবো না তাই আবর্জনার স্তুপই একদিন হবে হয়তো গোলাপ বাগান।
জেসমিন ফাতেমা
Overall Ratings (0)