কাব এমদাদ খান নেত্রকোণার একজন কৃতি লেখক, কাব ও সাহিত্য- গবেষক। এ যাবৎ তার বাইশটি বই প্রকাশিত হয়েছে। বইগুলি পাঠকসমাজে সমাদৃত।
ইতিপূর্বে তিনি বিশ্বখ্যাত 'মৈমনসিংহ গীতিকা'র পালাসমূহের (প্রথম খণ্ড) গল্পরূপ প্রকাশ করেছেন। এবার তিনি প্রকাশ করেছেন- 'পূর্ববঙ্গ : মৈমনসিংহ গীতিকা'র ২য় খণ্ডের পালাসমূহের গল্পরূপ। পালা- সমূহের মূল কাহিনী অক্ষুন্ন রেখে গল্পরূপ দিয়ে তিনি নতুন আঙ্গিকে পাঠক দরবারে উপস্থাপন করেছেন।
চার (৪)টি খণ্ডের মূল পালাগুলোর সংগ্রাহক কেন্দুয়ার কৃতি সন্তান চন্দ্রকুমার দে। ড. দীনেশচন্দ্র সেন-এর সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পালাগুলো প্রকাশিত হয়। দেশ-বিদেশের বহু মনীষী পালাগুলোর ভূয়সী প্রশংসা করেছেন।