ইতিহাস সরলরৈখিক নয়, তার ঋতু-পরিবর্তন, নতুন দিনের আশা, বা ঝড়ের পূর্বাভাষ কিছুই জানান দিয়ে আসে না। যেমন আসেনি ঊননব্বইয়ের নয়ই নভেম্বর - পূর্ব বার্লিনের হাজার হাজার মানুষ ছেনি, হাতুড়ি, শাবল - যা পেলেন, তাই নিয়ে যেদিন গুঁড়িয়ে দিলেন লৌহ-যবনিকা। যেমন আসেনি একানব্বইয়ের ছাব্বিশে ডিসেম্বর - কাস্তে-হাতুড়ি-শোভিত সেই নিশানটি যেদিন বিশ্বকে অবাক করে দিয়ে নেমে গেল ক্রেমলিনের চুড়ো থেকে। পোল্যাণ্ড, পূর্ব জার্মানি, এবং রাশিয়া - পূর্ব ইউরোপের পালাবদলের এক আশ্চর্য এবং ব্যক্তিগত ইতিহাসের গল্প বলেছেন হীরেন সিংহরায়, মঞ্চে নয়, মঞ্চের বাইরে মাটিতে থেকে। আর তা ধরা আছে এই বইটির পাতায়।