রবীন্দ্রনাথ বাংলাভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাণ ও প্রেরণা। তাঁর সৃষ্টিকর্ম, কবিতা, গান, সুর, গল্প, উপন্যাস, নাটক, চিত্রকলা, বিশ্ব সংস্কৃতিরও অংশ । চলচ্চিত্রের উৎপত্তি, আবিষ্কারও বিকাশপর্বে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ ও পরােক্ষ যােগাযােগ, আগ্রহ এবং নির্বাক ও সবাক পর্বে তার গল্প-উপন্যাস-গান ও সুরের ব্যবহার, সমকালীন আলােচনা-সমালােচনা এ গ্রন্থের বিষয়। এ গ্রন্থের দালিলিক উপস্থাপনা রবীন্দ্রনাথ ও চলচ্চিত্র অনুরাগী পাঠক-দর্শক ও গবেষকদের জন্যে নতুন দিগন্ত বয়ে আনতে পারে ।
অনুপম হায়াৎ (মতিউর রহমান ভূঁইয়া)-এর জন্ম ১৯৫০ সালের ১ জুন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উজান গােপিন্দী পশ্চিম পাড়ায় ।শিক্ষাগত যােগ্যতাঃ এম.এ. (সাংবাদিকতা),ডিএইচএম, এ.সি(চলচ্চিত্র)। চলচ্চিত্র, নজরুল, বাঙালি মণীষীদের জীবন চরিত, ঢাকার সংস্কৃতি, গণমাধ্যম তাঁর লেখালেখি ও গবেষণার প্রধান ক্ষেত্র । প্রকাশিত ১৯টি গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য হলাে, ‘সপুংশক অহংকার’ (১৯৮০), বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস' (১৯৮৭), নাট্যকার নজরুল (১৯৯৭), চলচ্চিত্রজগতে নজরুল' (১৯৯৮), পুরানাে ঢাকার সংস্কৃতিক প্রসঙ্গ’ (২০০১), ‘চলচ্চিত্র বিদ্যা’ (২০০৪), চলচ্চিত্র সমালােচনা (২০০৬), ‘জহির রায়হানের চলচ্চিত্রঃ পটভূমি, বিষয় ও বৈশিষ্ট্য' (২০০৭) প্রভৃতি। টিসিবির সাবেক উর্ধ্বতন কার্যনির্বাহী (রপ্তানি, পর্ষদ, জনসংযােগ ও বাজার তথ্য), ফ্রিল্যান্স সাংবাদিক, চলচ্চিত্র জুরি বাের্ডের সদস্য এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ফিল এ্যান্ড মিডিয়া বিভাগসহ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, ঢাকা ফিল্ম ইনসটিটিউট, জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট, বাংলাদেশ ইনসটিটিউট অব কমুনিকেশন এ্যান্ড পাবলিক রিলেশনসের শিক্ষক, বহু পুরস্কারপ্রাপ্ত ।
Title :
পুরানো ঢাকার সাংস্কৃতিক প্রসঙ্গ (হার্ডকভার)