খুব অল্প বয়সেই হিন্দু মিথের বিভিন্ন গল্পের সাথে পরিচয় ঘটে। কখনও খাওয়ার রুচি হিসেবে, আবার কখনও ঘুমের ওষুধ হিসেবে এই গল্পগুলােই ছিল আমার পথ্য, আমার স্বপ্ন-রাজ্য। যখন অনিতা নায়ারের লেখা মূল বইটা পড়লাম, তখন ওই ছােট বেলার স্মৃতিগুলাে একে একে মনের জানালায় উঁকি দিতে লাগল। তবে এখানে একটা কথা বলে রাখা ভালাে যে, এই বইতে বর্ণিত গল্পগুলাে একেবারে প্রচলিত মিথের মতাে না। এর কারণও আছে, বিভিন্ন মতবাদও আছে। তবে আমরা সেদিকে আলােকপাত করিনি। মূল লেখিকার প্রতি শ্রদ্ধাবশত করিনি কোন প্রকারের পরিবর্তন। বিনােদনের ফাঁকে নীতি শিক্ষাই তাে মূল উদ্দেশ্য।
আরেকজনের কথা না বললেই নয়, সিয়াম। আফরানুল ইসলাম সিয়াম। কঠোর পরিশ্রমী এই ছেলেটার উৎসাহেই বরং বইটার কিছু অংশ আমি করতে পারলাম।