পুঁজিবাদ এক ভৌতিক গল্প
বিষাক্ত নদী, পরিত্যক্ত দেয়াল, বিরান বন থেকে শুরু করে লাখের ওপর যে কৃষকেরা ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে, যারা প্রতিদিন মাত্র দুই ডলারের উপর দিন কাটায়; ভারতের সর্বত্র তাদের অতিপ্রাকৃত আত্মার দেখা মেলে। ভারত ১.৩ বিলিয়ন জনতার দেশ। তবে, সবচেয়ে বিত্তবান ১০০ জনের অর্থই দেশের মোট জিডিপির এক চতুর্থাংশ। . অরুন্ধতী উত্তপ্ত ভাষায় প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে, আমাদের সংকুচিত গণতন্ত্রে মানব বর্ণের ইতি হবে কি না। আর বিস্তারিতভাবে দেখিয়েছেন, খুব সহজে একে ধ্বংস করা যাবে না। —নোয়াম চমস্কি। নিঁখুতভাবে লেখা স্পষ্টবাদী গদ্য। ভয়াবহ সৌন্দর্যের ভাষায় সে ভারতের প্রতিদিনের এই ধরনের ঘটনা নিয়ে আমাদের আবারো ক্ষুব্ধ হওয়ার কথা মনে করিয়ে দেয় । —টাইমস পুঁজিবাদ : একটা ভৌতিক গল্প—পরখ করে সমসাময়িক ভারতের গণতন্ত্রের কুৎসিত দিকগুলো আর দেখায় কীভাবে বৈশ্বিক পুঁজিবাদের চাহিদা কোটি মানুষের মন জয় করে স্থাপন করেছে বর্ণবাদ আর শোষণ।