উসতায সালমান আল আওদাহ বর্তমান সময়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিমে দ্বীন। পাবলিক ম্যাটারস বইটি তাঁর বাছাইকৃত প্রবন্ধের একটি সংকলন। ড. আওদাহর পাঁচটি প্রবন্ধ স্থান পেয়েছে এ বইয়ে। উসতায আওদাহ ‘ইসলাম টুডে’ নামক একটি ওয়েবসাইট থেকে বিগত কয়েক বছর দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন। আমরা সেখান থেকেই এ প্রবন্ধগুলো সংগ্রহ করেছি। . এ প্রবন্ধাবলির বৈশিষ্ট্য হলো-- এগুলো খুবই সামসময়িক, প্রাসঙ্গিক এবং একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রাত্যহিক জীবনের নানামুখী জটিলতা, আমলি জিন্দেগির ত্রুটি, মুসলিম মানস সংকট, মুসলিম সমাজ ও রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতার আঘাত ইত্যাদি বিষয়গুলো ওঠে এসেছে এ লেখাগুলোতে। এই জনগুরুত্বপূর্ণ বিষয়াদিতে ইসলামের দৃষ্টিভঙ্গি সাবলীল কিন্তু ঋজু ভাষায় তুলে এনেছেন উসতায আওদাহ। . পাবলিক ম্যাটারস-এর পাঠ সচেতন পাঠকের ব্যক্তিগত ও আমলি জিন্দেগিকে করবে প্রেরণাদীপ্ত এবং পাশাপাশি আমাদের সমাজ ও রাষ্ট্রভাবনাকেও করবে আয়নার মুখোমুখি। আত্মপর্যালোচনা আর সমাজভাবনায় ঋদ্ধ ব্যক্তিত্ব বিনির্মাণে সহায়ক এক অনিন্দ্যসুন্দর পাঠানুভূতি আপনার জন্য অপেক্ষা করছে এ বইয়ের পাতায় পাতায়।