পূর্বগামী আনিসুজ্জামানের ২৮টি প্রবন্ধের সংকলনগ্রন্থ। বাংলা সাহিত্যের ১৮ জন মনীষীর পরিচয় ও তাঁদের সৃষ্টির বিশ্লেষণ পাওয়া যাবে গ্রন্থের দুই শতাধিক পাতায়। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, নজরুল-এঁদের জীবন ও সৃষ্টির নানা প্রসঙ্গ উত্থাপিত হয়েছে আনিসুজ্জামানের তীক্ষ্ণ দৃষ্টি ও জ্ঞানের গভীরতার আলোকে। আবার সাহিত্যবিশারদ, কাজী ওদুদ প্রমুখ বাঙালি মুসলমানের অবদানও তাতে সমভাবেই উপস্থাপিত। সঙ্গে রয়েছে আবুল ফজল, হবীবুল্লাহ বাহার, শওকত ওসমান, আহমদ শরীফ, শামসুর রাহমান-এঁদের সঙ্গে ব্যক্তিগত স্মৃতির নানা চমকপ্রদ তথ্য। সরল ছন্দোময় ভাষায় পূর্বগামীদের এই পথচলার চিত্র একটি উদার যুক্তিনির্ভর সংস্কৃতিমান সমাজ গঠনে এখনো প্রাসঙ্গিক।
আনিসুজ্জামান
আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৪ মে ২০২০) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯), এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’, ‘আমার একাত্তর’, এবং ’সোশ্যাল এস্পেক্টস অব এন্ডোজেনাস ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভিটি’। প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য তিনি ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৫ সালে একুশে পদক, ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কার, এবং ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।