শিশু-কিশোর লেখা নিয়ে তুলনামূলক অধিক সৱৰ তিনি, এ কারণে শিশুতোষ বই এর সংখ্যা ২০২২ পর্যন্ত ৪৫ টি, একক কাব্যগ্রন্থ ৫ টি, যৌথ কাব্যগ্রন্থ ১২ টি, উপন্যাস ২টি এবং ২ টি গল্পের বই'সহ অসংখ্য শিশুতোষ বই প্রকাশিত। সাফিয়া খন্দকার রেখা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) প্রতিষ্ঠানে আবৃত্তির প্রশিক্ষক, রঙধনু কালচারাল একাডেমি প্রতিষ্ঠাতা, ভয়েস আর্টিস্ট হিসেবে কণ্ঠ দিয়েছেন বেশ কিছু বিজ্ঞাপনে, দেশ, মাটি, মা, মুক্তিযুদ্ধ তার লেখার বিষয়, লিখেন সমাজের অসঙ্গতি নিয়ে, তিনি মনে করেন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে প্রত্যেক লেখকের প্রত্যেক কণ্ঠ যোদ্ধাদের। লেখক এবং আবৃত্তি শিল্পী সাফিয়া খন্দকার রেখা স্বপ্ন দেখেন এমন একটি পৃথিবীর যেখানে নারী কেবল নারী নয় মানুষ হয়ে বাঁচতে পারবে।