প্রত্যাবর্তন (পেপারব্যাক)
প্রত্যাবর্তন এই বইটির মাধ্যমে জানা গেল কত মানুষের বিপদগামী পথ ছেড়ে শান্তির ধর্মের দিকে মানে ইসলামের পথে ফিরে আসে। সুন্দর লেখনী দিয়েই লেখক গল্প গুলো তুলে ধরেছেন। বইটি পড়ে শান্তি অনুভব করলাম। এমন আরও বইয়ের আশায় থাকবো। অসাধারণএকটা বই
আমার নিজের কথা দিয়েই শুরু করি , বেশ অনেকবছর আগের কথা । ফেসবুকে তখন আমার আইডির নাম ছিলো “ফিলিপ রথ” ! নাস্তিকদের সাথে সম্পর্ক , নাস্তিকতার প্রচার আর নিজেকে মহা পণ্ডিত ভাবা এসব ছিলো এই আইডির কাজ !! উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে জাতে ওঠার লোভ লাগানো শব্দ তখন ধর্মহীনতা ছিলো । ধর্মহীনতা মানেই জ্ঞানের মহাজন , এমন মোহময় টান থেকে খুব কম বাংলাশিক্ষিত তরুণ ফিরে আসতে পারতো। যাহোক , এর পরে আলোর দিকে ফিরে আসা । প্রত্যাবর্তন , আলোর দিকে প্রত্যাবর্তন ! . সমকালীন প্রকাশনের একটা বই পড়েছি প্রত্যাবর্তন নামে , এ যেনো আমার নিজের গল্প ! নিজের না বলা গল্পগুলো একের পর এক কেউ শুনিয়ে যাচ্ছে আমায় , এ আমার অতীতের গল্প আর আলোর পথে ফিরে আসার লাঞ্ছনার গল্প ! এত তরুণ একটা ছেলে দাড়ি রেখেছে ! ছি , কেমন লাগে দেখতে ! আরো কত কথা । . ডাক্তার , ইঞ্জিনিয়ার , লেখক আরো অনেক মেধাবীর আলোর পথে ফিরে আসার সত্যিকারের গল্প হচ্ছে “প্রত্যাবর্তন “ ।
#প্রত্যাবর্তন ফিরতেই হবে!কোথায় ফিরবেন?চলতেই হবে!কোথায় চলবেন? আলো পথ দেখায় এবং অন্য কোথাও যে পথ নেই তাও দেখায়। আলোর মশাল পথেই প্রজ্বলিত হয়ে আছে।প্রতিটা মোড়েই আলো ল্যাম্পপোস্ট হয়ে অনাগত পথের ব্যাপারে ধারনা দিচ্ছে। সবাধান,ভুলেও যে পথে আলো নেই সেই পথে একাকি কোন টর্চ ছাড়া হাটতে যাবেন না।হারিয়ে যাবেন। সত্য সর্বদা আলোকিত।বলা যায় যা সত্য তাই আলোকিত বা যা আলোকিত তাই সত্য।শুধু চিনে নিতে হবে। এরপর কতটুকু গতি তে আপনি চলবেন তা একান্তই আপনার ব্যাপার।সুন্দর হোক আপনার পথ চলা.. ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি পথ চলতে থাকি। আমার চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা। তবুও, আমার মনে হয় আমিই ঠিক পথে আছি। বাকিসব ভুল, মিথ্যা…এরকম অন্ধকারের মধ্যে পথ চলতে চলতে একদিন আমার ঘুম ভাঙে। আমি বুঝতে পারি আমি ঠিক পথে নেই। আমার গন্তব্য যেটা হওয়া উচিত ছিলো, আমি সেই পথ থেকে বিচ্যুত। হাওয়া আসলেই নিভে যাবে। আমি সেই তীরের সন্ধান না করে উল্টো অহংকার আর দর্পের জন্য পুরোপুরিই ডুবতে বসেছিলাম।আমি চেতনা ফিরে পাই। চোখ মেলে সামনে তাকাই, মোহ আর মিথ্যের মধ্য দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্মাগুলো নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে। সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে কেউ আলোর দেখা পায়, কেউ পায় না। কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে। যারা ফিরে আসে, কেমন হয় তাদের গল্পগুলো? সে রকম একঝাঁক পরিশুদ্ধ আত্মার গল্প নিয়েই ‘প্রত্যাবর্তন’। জীবনের পথ চলার জন্য এই বইটি পাঠক বন্ধুদের জন্য খুব উপযোগী হবে,,,,,
এই বইটি একটি ছোট্ট গল্পগ্রন্থ তবে এর ব্যাপকতা উজ্জ্বল স্ফুলিঙ্গের মতো, আমাদের সমস্ত হৃদয় জুড়ে বাস করে ঈমান নামক একটি শিশু যাকে আমরা ব্যভিচার, অবহেলা, হেয়ালিপানার অন্ধকারের মধ্যে মরতে দিয়েছি। ব্যভিচার, অবহেলা, হেয়ালিপানাগুলো অবসান করে ধর্মের পথে ফিরে যাপিত করতে পারি সত্য, সাহস, সরল সুখ, শান্তিময় জীবন। এখানে চিত্রিত সমস্ত গল্পই হয়তো প্রেরনা জাগাতে পারে আমাকে অথবা আপনাকে। সৃষ্টিকর্তার নিকট প্রত্যাবর্তন এর জন্য প্রয়োজন একটু দৃঢ় মনোবল আর ইচ্ছা। আর এই বইয়ের গল্পগুল হয়তো হতে পারে আপনার মনোবল দৃঢ় করার হাতিয়ার, তাই এই কারণেই এই বইটি পড়া প্রয়োজন সাথে নেওয়া প্রয়োজন সৃষ্টিকর্তাকে ভালবেসে তার আনন্দ পাওয়ার হৃদয়ে উষ্ণায়নের অভিজ্ঞতা।
বই - প্রত্যাবর্তন লেখক- অারিফ অাজাদ মোহ আর মিথ্যের মধ্যে দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্মাগুলো নিমজ্জিত হয় অন্ধকার অতল গহ্বরে। সেই ভয়াত অন্ধকার কূপ থেকে কেউ আলোর দেখা পায় কেউ পায় না। কেউ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ লুফে নেয় কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে। যারা ফিরে আসে কেমন হয় তাদের গল্পগুলো?? সে রকম একঝাঁক পরিশুদ্ধ আত্মার গল্প নিয়েই প্রত্যাবর্তন.......
Boita best chilo....Onek manusher islame fire ashar kahini ekhane khub sundorvabe futiye tola hoyece!!!ami sobaike bolbo boita must porte....