সম্পাদকীয় প্রিয় পাঠক, বহু বইয়ের ভিড়ে আমাদের বইটি হাতে তুলে নিয়েছেন তাই প্রথমে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কথায় আছে, 'লেখক লেখেন তাঁর ধ্যানে এবং পাঠক পড়েন তাঁর জ্ঞানে।' যুগে যুগে সেরা সাহিত্যিকগণ সর্বদা চেষ্টা করেছেন তাঁদের লেখায় গভীর জীবনবোধকে তুলে ধরতে, সমাজের দূর্ভাগ্যজনক ঘটনা, পল্লী ও নাগরিক চালচিত্র ফুটিয়ে তুলে পাঠক তথা সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে। বর্তমানে সময়ে ফেসবুক তথা অনলাইন হচ্ছে সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম আর এই অনলাইনে আছে অসংখ্য লেখক ও অগুণিত পাঠক। এই অসংখ্য লেখকের মিলনমেলা থেকে সেরা লেখকদের সেরা লেখাটিকে নিয়ে সাজানো হয়েছে আমাদের এই ''প্রতিসরণ'-বইটি, যাঁদের সবাই অনলাইনের পরিচিত ও পরীক্ষিত নাম। ২০১৪-এর মহান একুশে বইমেলায় বিদ্যানন্দের উদ্যোগে প্রকাশিত হয়েছিল 'শব্দভুক' ও 'মেঘক্রান্তি' নামে দুটি বই যা এবারে মতো অনলাইনের সেরা লেখকদের নিয়ে সাজানো হয়েছিলো। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের বইয়ের যাবতীয় আয়ের অর্থ প্রায় তিনশ’র অধিক অসহায় শিশুর শিক্ষা, খেলাধুলাসহ যাবতীয় খরচ বহনের জন্য ব্যয় করা হবে। যার জন্য সকলের প্রিয় অনলাইনের উদীয়মান তরুণ লেখকরা তাঁদের কলম ধরেছেন! বইয়ের প্রতিটি পরতে পরতে আছে যেমন প্রেম-বিরহ, তেমনি আছে রহস্য আর থ্রিলিং। কথা দিচ্ছি প্রিয় পাঠক বইয়ের প্রতিটি শব্দে আপনি খুঁজে পাবেন জীবনবোধের ইতিকথা! প্রিয় পাঠক, বিদ্যানন্দের এই প্রচেষ্টা সফল করতে প্রয়োজন আপনাদের সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন! সাফল্যটুকু সব অনাথ বাচ্চাগুলো এবং আপনাদের জন্য আর ব্যর্থতার দায়ভারটুকু আমাদের! -সালু আলমগীর সম্পাদক।
নওশীন শিকদার
জুয়েল দেব
রাসয়াত রহমান জিকো
বিক্রয়-বন্ধু রাজিব আহমেদের পরিচিতি বহুমাত্রিক। তিনি লেখক, সাংবাদিক, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস গবেষক, বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, প্রশিক্ষণ-শিল্পী ও পেশা পরামর্শক। জীবনে যখন যে কাজটা করেছেন, সেখানেই মিলেছে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি ও পুরস্কার। বিজ্ঞান কলা আর বাণিজ্যের ক্লোনত ছাত্র হলেও রাজিবের আগ্রহের বিষয় মানুষ ও তাদের কর্মজীবন। তিনি বিপণন, বিক্রয় ব্যবস্থাপনা ও পেশা বিষয়ক এক ডজন বহুল আলােচিত ও চাহিদাপূর্ণ বইয়ের লেখক। লিখেছেন আত্ম-উন্নয়নে প্রেরণাদায়ক বই জ্বলে উঠুন আপন শক্তিতে। বাংলাদেশে এই ধরনের বইয়ের সূত্রপাত করে তিনি বহু পাঠকের উষ্ণ অভিনন্দন লাভ করেছেন। চারটি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে (রেকিট, বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দুর্দান্ত দশটি বছর কাটিয়ে স্বেচ্ছায় ছুটি নিয়ে রাজিব আহমেদ এখন দেশবরেণ্য মুক্ত বিক্রয় প্রশিক্ষক। প্রশিক্ষক হিসেবে আমন্ত্রিত হয়ে জয় করে চলেছেন অসংখ্য শিক্ষার্থী ও দর্শক-শ্রোতার হৃদয়। প্রশিক্ষিত করেছেন দেড় শতাধিক কোম্পানির ৩০ হাজারেরও বেশি মানুষকে। প্রকাশিত গ্রন্থসংখ্যা ৬৫, লেখালেখি তার নেশা আর ভালােবাসেন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে। ভ্রমণ করেছেন সুইডেন, ফ্রান্স, নরওয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, মিসর, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত।