ফেরদৌস আহমেদ ওরফে মােহাম্মদ আকবর হােসেন পারিবারিকভাবে ফেরদৌস এবং একাডেমিক অঙ্গনে আকবর' নামে পরিচিত। মানবতা আর মহানুভবতাকে উপজীব্য করে লেখনির পাতায় এঁকে যাওয়া এই লেখক লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন অন্তর্গত হাসন্দি গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বেড়ে ওঠেন। বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কর্মরত আছেন। লেখক তার লেখনির মাধ্যমে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস অবলম্বনে সমাজে মানবতা আর মহানুভবতাকে প্রতিনিয়ত জাগিয়ে। তােলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই সাথে সমাজে ভালাে লাগা মন্দ লাগা বিষয়গুলাে গল্প, কবিতা, উপন্যাসের মাধ্যমেও তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তার লেখা প্রকাশিত বই ‘এই প্রেম শুধু তােমারই জন্য', ‘তােমারই পান্থশালায়’-এ রয়েছে প্রেম কাহিনি অবলম্বনে তরুনদের মাঝে মানবতা আর মহানুভবতাকে প্রতিনিয়ত জাগিয়ে তােলার অব্যাহত প্রয়াস।