প্রত্যেক মানুষের স্বাভাবিক কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। প্রকাশ্য সেইসব বৈশিষ্ট্য থেকে আমরা সাধারণত একজনকে অন্যের থেকে আলাদা হিসেবে শনাক্ত করি। কিন্তু দৃশ্যমান বৈশিষ্ট্যের আড়ালে একজনের ভেতরে আরেকজন মানুষ বাস করে, যার সম্পর্কে আমরা খুব কমই অবগত। ব্যক্তিমনের অভ্যন্তরে এই দ্বন্দ্বগত সংঘাত একসময় ব্যক্তির সংকটে পরিণত হয়। এতে মনোবিকলন ব্যক্তিচরিত্রভেদে ভিন্ন রূপ পায়; কখনও তা আত্মঘাতী, কখনওবা অজ্ঞাতে ঘাতক হয়ে ওঠে। আফসানা বেগম তাঁর প্রতিচ্ছায়া উপন্যাসে মনস্তাত্ত্বিক সংকটের ফলে তীব্র মনোবিকলনে পতিত মিমির দাম্পত্য জীবনের নিখুঁত বর্ণনা করেছেন। এই রচনা বর্ণনার অসাধারণ গতিশীলতার জন্যে বারবার পাঠযোগ্য। পুরো কাহিনিতে অনায়াস দক্ষতায়, নিপুণ বিশ্বাসযোগ্যতায় ও সাবলীলভাবে যে মিমিকে তিনি চিত্রিত করেছেন আর পরিণতিতে যে নির্মম উপসংহার টেনেছেন, তা অভূতপূর্ব।