ফ্ল্যাপে লিখা কথা সারা দুনিয়ায় ম্যাক্স বেবার সাধারণ পাঠকসমাজে সুপরিচিত শুধু একটি বইয়ের জন্য সেই বইটি হলো ‘প্রতিবাদী খ্রিস্টধর্ম ও ধনতন্ত্রের প্রাণশক্তি।’ তাঁর এ বইয়ের মূল বিষয়বস্তু হলো ধর্মের ভূমিকা এবং বিশেষ করে প্রতিবাদী খ্রিস্টধর্ম। পশ্চিমা ধনতন্ত্রই ভালোভাবে সুষম হিসাব ও যৌক্তিক পদ্ধতিতে মুনাফা অর্জনে প্রয়াস চালিয়েছে। প্রতিবাদী খ্রিস্টধর্মের সাথে ধনতন্ত্রের প্রাণশক্তির একটা ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। একদা প্রতিষ্ঠা লাভ করলে কোনোমতেই ধনতন্ত্রের আর কোনো ধর্মীয় সমর্থন লাগে না এবং প্রতিযোগিতার মাধ্যমে স্বনির্ভর হয়ে দাঁড়ায়। আধুনিক পাশ্চাত্য বিজ্ঞানের মতো এটা স্বয়ং চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এই বইয়ের মূল কথা প্রতিবাদী খ্রিস্টধর্শের একটি বিশেষ রূপ কালভ্যাঁবাদ ঐতিহাসিকভাবে পাশ্চাত্যে ধনতন্ত্রের উত্থানের জন্য দায়ী।
সাদাত উল্লাহ খান
ম্যাক্স বেবার
Title :
প্রতিবাদী খ্রিস্টধর্ম ও ধনতন্ত্রের প্রাণশক্তি