বইটি কবির প্রথম কাব্যগ্রন্থ। বইয়ের বেশিরভাগ কবিতাই কবি জীবনের বিক্ষিপ্ত সময়ের সংবেদনশীল অভিজ্ঞতার প্রতিফলন। তাঁর প্রত্যাহিক জীবনে ঘটে চলা নানা স্মৃতি, সুখ-দুঃখ, ঘাত-প্রতিঘাত, প্রত্যাশা-প্রাপ্তির নানা বিষয় তাকে লেখায় আলোড়িত করেছে। মানব জনমের আবশ্যিক বিভিন্ন ঘটনা আর মানুষের স্বভাবগত কিছু আচরণের বর্ণনা তিনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
প্রেম, বিশ্বাস, সংসার ও সমাজের বাস্তবতায় মানব জীবনের ক্রমাগত পরিবর্তন এর ধারা লক্ষ্য করা যায় কবিতাগুলোর বিবর্তনের সাথে সাথে। মানবিক চরিত্রের অত্যাবশ্যকীয় আশা আকাঙ্ক্ষা কিংবা দ্বিধাহীন বিশ্বাস অর্পন এর সাথে সাথে জীবনের সঠিক ও ভুল সিদ্ধান্তগুলোকে চিহ্নিত করার আশ্বাস মেলে তার কবিতায়।