

প্রশান্তির খোঁজে ১
আল-কুরআনের বাণী কতটা গভীর হতে পারে? কতোটা জীবনঘনিষ্ঠ হতে পারে? কতোটা কাছে টানতে পারে আল্লাহর বাণীগুলো? আমার জীবনের প্রতিটি দিক নিয়ে কীভাবে কথা বলে? আমার সমস্যাগুলোকে কীভাবে চিহ্নিত করে সমাধান দেন প্রশান্তির পথে? এগুলো জানতে হলে ফিরে যেতে হবে ইসলামের প্রথম উৎস আল-কুরআনের কাছে। এসব নিয়েই উস্তাদ নোমান আলী খানের বই "প্রশান্তির খোঁজে"।
★ মানুষ সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়, সুন্দর শরীর চায়, সব কিছু সুন্দর চায়, কিন্তু তার এই চাহিদা কি কখনো মেটে? যখন একজন বিশ্বাসী আবার তার আসল মালিকের কাছে ফিরে যাবে,তবেই তার আঁশ মিটবে। আর তাই তো দেখি, আল্লাহ বলছেন, "প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট এবং সন্তোষজন হয়" কারণ শুরুতে যে আপনি আল্লাহর কাছে ছিলেন। তাঁর সান্নিধ্যে ছিলেন। আল্লাহ আবার আপনাকে ডাকছেন তাঁর কাছে ফিরে যেতে। আপনার জীবনের সব সাধ শুধু সেদিনই মিটবে। প্রশান্তির খোঁজে বইটি না পরলে বুঝতে পারবেন না।
প্রশান্তির খোঁজে বইটি পড়ে বেশ ভালো লেগেছে।বইটি মূলত জীবনবোধ নিয়ে লিখা।জীবনের মানেটা আসলে যে কি লেখক নোমান আলী স্যার মনে হয় নিজের ভাষায় বোঝাতে চেয়েছিলেন। আর আমার মতে তিনি সার্থক। বইটি পড়ে আপনি নিজেও ভাবতে বাধ্য হবেন যে আসলে আমরা জীবন থেকে কি চাই? আমদের প্রশান্তি কিসে?বই টি পড়ে আমি কিছু টা হলেও প্রশান্তি পেয়েছি, এটি আমি বিশ্বাস করি।কারণ "বিশ্বাসে যে মিলায়া বস্ত।" আমি বই টি পড়ে তাই বুঝলাম, ইমান নিয়ে বিশ্বাসের সাথে যে কোন কাজ করলে প্রশান্তি মিলবেই।
SIMILAR BOOKS
