পুরাণ হলাে প্রাচীনকালের কাহিনি। এতে আছে সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস। আরাে আছে দেব-দেবী, মুনি-ঋষি, দৈত্য-দানব ও মানবের বৃত্তান্ত এবং বীরদের কীর্তিগাথা। কাহিনিগুলােতে বিশেষ করে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধের কাহিনির বর্ণনা পাওয়া যায়। এই দেব-দানবের যুদ্ধে অনেক ক্ষেত্রে মানবরাও জড়িয়ে পড়ে। বিভিন্ন মুনিঋষিগণ এই সব কাহিনি রচনা করেছেন। কাহিনিতে ঘটনার দিন তারিখ সন উল্লেখ থাকে না। তাই কাহিনিগুলাের ঐতিহাসিক মূল্য না থাকলেও আধুনিক ভাষা ও সাহিত্যে এর যথেষ্ট প্রভাব লক্ষ করা যায়। বতর্মানে প্রচলিত অনেক প্রবাদ, বাগধারা ও শব্দাবলী এই পৌরাণিক কাহিনি থেকেই উদ্ভব। আধুনিক সাহিত্যে ব্যবহৃত এবং বহুল প্রচলিত প্রবাদ, বাগধারা ও শব্দের এবং প্রকৃতি ও প্রাণিজগতের বিভিন্ন বৈশিষ্ট্যের উৎপত্তির কিছু কাহিনি এই পুস্তকে পাওয়া যাবে। কাহিনিগুলাে প্রিয় পাঠকদের ভালাে লাগবে আশা করি।