ইন্টারমিডিয়েটে পড়াকালীন আমার একবার ঝোঁকে চেপে বসলো, আমি সেলাই শিখবো। অর্থাৎ সালোয়ার কামিজ সেলাই করে বানানো শিখবো। ঝোঁক তো প্রবল ঝোঁক। এক ফুফাতো বোনের কাছে স্টুডেন্ট হয়ে গেলাম। মাত্র ৫১ঘন্টায় প্রবল আগ্রহ আর উৎসাহে আমি একটি পূর্ণাঙ্গ চমৎকার সালোয়ার-কামিজ তৈরি করে ফেললাম। এবং ইতিহাস হলো... এই সালোয়ার কামিজ বানানো আমি পরবর্তী বারো ঘন্টার ব্যবধানে ভুলে গেলাম।কিন্তু আমার বানানো সেই সালোয়ার কামিজটি আমাকে এখনো মনে করিয়ে দেয় আমি এই কাজটা করতে পেরেছিলাম। ভালোভাবেই পেরেছিলাম। আগ্রহ নিয়ে কিছু করার চেষ্টা এবং তা করতে পারা’ই বোধহয় মানুষকে সবথকে বেশি আনন্দিত করে।
প্রণয়নামচাও আমার প্রচন্ড ঝোঁকের মাথায় লিখা প্রেমের উপন্যাস। যেই সময়ে আমি এটা লিখি তখন আমার আগ্রহ আর উৎসাহও ওই সালোয়ার কামিজ বানানোর মতই ছিলো। এত আগ্রহ আর প্রেম নিয়ে যে লিখা সে লিখা চমৎকার না হলেও যে আমার প্রিয় লিখা হবে সেটা আমি জানি। আমি নিশ্চিত আমার তৈরি করা সেই জামার মত এই উপন্যাসটিও আমাকে পরবর্তী সবসময়ে আনন্দ দেবে।
বিঃদ্রঃ মাঝে মাঝে ভালো কাজ প্রিয় হয় না। ভালোবাসা নিয়ে করা কাজটা প্রিয় হয়। প্রণয়নামচা তাহলে হোক আমার প্রিয় কাজ।