প্রণমহি বঙ্গমাতা : ইন্ডিজেনাস কালচারাল ফর্মস অব বাংলাদেশ
বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবেশনার এক অনন্য প্রামাণ্যগ্রন্থ হচ্ছে প্রণমহি বঙ্গমাতা : ইন্ডিজিনাস কালচারাল ফর্মস অব বাংলাদেশ। ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিক ও আখ্যানকাব্যের প্রায় অজানা ধরণ প্রত্যক্ষ করার আমন্ত্রণ মিলবে ক্ষেত্রসমীক্ষাধর্মী এই গবেষণাগ্রন্থে। লেখক বাংলাদেশের লোকপ্রিয় নাট্য পরিবেশন রীতি এবং তার সামাজিক সংশ্লিষ্টতা পাঠে নতুনভাবে আলো ছড়িয়েছেন। বর্তমান বিশ্বের ফোকলোর পুনর্জাগরণে গ্রন্থটি নিশ্চয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সাইমন জাকারিয়া
সাইমন জাকারিয়া, নাটক রচনায় ভিন্নতর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন। একই সঙ্গে জাতীয়তাবোধ ও আন্তর্জাতিক চেতনা ধারণ করেছে তার নাটক, একারণে তার নাটক বাংলাদেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে সমাদৃত। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে সাইমন জাকারিয়া-র চারটি নাটক প্রযোজিত হয়েছে। এয়াড়া, আমেরিকা-র দি ইউনিভার্সিটি অব শিকাগো-র সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন ডিপার্টমেন্টে পড়ানো হয়েছে তার নাটক। সাইমনের রচিত ও মঞ্চস্থ উল্লেখযোগ্য নাট্যপ্রযোজনা মঞ্চনাটক শুরু করি ভূমির নামে, ন নৈরামণি এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট, বিনোদিনী, সীতার অগ্নিপরীক্ষা ইত্যাদি, আবৃত্তিনাটক ন নৈরামণি ও হলুদ পাতার গান; নৃত্যনাট্যÑ ঋতুঅভিযান। নাটক রচনা ও গবেষণার জন্য অর্জন করেছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১২ (যৌথভাবে), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪১৫, কালি ও কলম-এইচএসবিসি তরুণ লেখক পুরস্কার ২০০৮ ও বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম শ্রেষ্ঠ নাট্যকার পদক ২০০৪। জন্ম : ৩ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুঙ্গলি গ্রামে।
Title :
Pronomohi Bongomata : indigenous Cultural Forms of Bangladesh