পাঠ্যপুস্তকের জীববিজ্ঞান পড়তে পড়তে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই তাইনা!আচ্ছা জীববিজ্ঞান কি শুধুই মুখস্থের বিষয়?একদমই না!গতানুগতিক জীববিজ্ঞান ছেড়ে এবার একটু মজার জীববিজ্ঞান নিয়ে পড়লে মন্দ হয়না খুব একটা ঠিক যেমন একই মুদ্রা কিন্তু দুটো পিঠ আলাদা! এক পাশ দেখতে দেখতে এখন অন্য পাশ টাও দেখে নেয়া যাক। গতানুগতিক জীববিজ্ঞান পড়ার সময়ও আমাদের মনে না না প্রশ্ন চলে আসে, হয়তো অনেকের ভেতর আসেও না। বই এ যেটুকু আছে কোনোরকমে মোটামুটি বুঝে নিয়ে মুখস্থ করার প্রবণতাটাই অনেকের মাঝে বেশি। আবার অনেকের মনে চমৎকার সব বিষয় নিয়ে প্রশ্ন আসলেও সঠিক উত্তর পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়। প্রমত্ত জীববিজ্ঞানে উন্মত্ত প্রশ্নোত্তর" এই বইটিতে জীববিজ্ঞানের সেই উন্মত্ত প্রশ্ন গুলোই তুলে ধরা। হয়েছে যা মস্তিষ্কের কোনায় মনের অগোচরে উঁকি মারে আর আরো বেশি মজার মজার বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো নিয়ে আমরা একেবারেই অবগত নই!জ্ঞানমূলক প্রশ্নের মতো শুধু জীববিজ্ঞানের বিষয়গুলা জানলেই হবেনা,কী কেন কিভাবে হয় এভাবে উত্তর জানার প্রয়াসে বইটি ক্ষুদ্র এক প্রচেষ্টা! বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের মনে একটু হলেও জ্ঞানের পাশাপাশি আনন্দের রসদ যোগাবে বইটি।
নাবিল মাহমুদ উৎস
Title :
প্রমত্ত জীববিজ্ঞানে উন্মত্ত প্রশ্নোত্তর (হার্ডকভার)