জ্ঞান ফিরে এলে ইটো দেখল প্রফেসর শিউটন তার বেডের পাশে দাঁড়িয়ে আছেন। উঠে বসার চেষ্টা করে পারল না ইটো। তার চার হাত পা বেডের সাথে বাঁধা। কারণ জানার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হলো সে। প্রফেসর শিউটন তার মুখটাও বেঁধে রেখেছেন। ইটো বুঝতে পারল সে প্রফেসর শিউটনের গোপন ষড়যন্ত্রের শিকার। প্রফেসর শিউটন এখন তার শরীরে লাল হাইপার প্রবেশ করাবেন। এই লাল হাইপার তাকে মানুষ থেকে শিম্পাঞ্জিতে রূপান্তর করবে। একই অবস্থা তার সাথে আটকে পরা তার বান্ধবী ইলিরও। ইলির শরীরে এরই মধ্যে প্রফেসর শিউটন লাল হাইপার প্রবেশ করাতে শুরু করেছেন।
তীব্র যন্ত্রণায় ছটফট করছে ইলি। ইটো স্পষ্ট বুঝতে পারছে ঐরকম যন্ত্রণা তাকেও ভোগ করতে হবে। কিন্তু সে ঐ নরক যন্ত্রণা ভোগ করতে চায় না। চায় না মানুষ থেকে শিম্পাঞ্জি হতে। তাই সে প্রফেসর শিউটনকে অনুরোধ করে বলতে চেষ্টা করল যেন তার শরীরে লাল হাইপার প্রবেশ করানো না হয়। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে। লাল হাইপার প্রবেশ করতে শুরু করেছে ইটোর শরীরে। তীব্র ব্যথায় বারবার মুষরে উঠছে ইটো। চোখ দিয়ে গলগল করে পানি বের হয়ে আসছে। তার মনে হচ্ছে তার সমস্ত শরীরে বুঝি কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তারপর একসময় যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারাল সে। কী ঘটেছিল ইটো আর ইলির ভাগ্যে? আর কী হয়েছিল প্রজেক্ট হাইপারের? সত্যি কি প্রজেক্ট হাইপার সাফল্যের মুখ দেখেছিল?
মোশতাক আহমেদ
জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনােলােজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী। BOIB তাঁর উল্লেখযােগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে,
সায়েন্স ফিকশন : রােবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালােবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়ােবােট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রােববা, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রােবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগাে, রিরি। সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালােমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট। ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা। গােয়েন্দা এবং কিশাের অ্যাডভেঞ্চার : ডাইনােসরের ডিম, লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন। প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী। ভ্রমণ উপন্যাস: বসন্ত বর্ষার দিগন্ত স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযােদ্ধা রতন। ‘জকি তার জীবনধর্মী বহুলপ্রশংসিত উপন্যাস। পুরস্কার : নক্ষত্রের রাজারবাগ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।