জাভিয়ানের বন্ধু ও গল্প ভীষণ প্রিয়। ভালোবাসে ঘুরে বেড়াতে আর প্রকৃতি। অনেক ছোট থেকে গল্প শুনে শুনে তৈরী হয়েছে নিজের একটা রঙিন কল্পনার জগৎ। এই করোনাকালীন লকডাউনে ঘরে বসে বাবা মার সাহায্য নিয়ে তার প্রথম গল্প তৈরী এবং আঁকা বই "প্রজাপতি ও রঙধনু " প্রকাশনা করেছে ইত্যাদি প্রকাশনী।