আমাদের বর্তমান আয়োজন ‘প্রফেসর হযরতের সাথে নিউজিল্যান্ড সফর’। হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান ছাহেব দামাত বারাকাতুহুম-এর নিউজিল্যান্ড সফরনামা। তিনি গত ১- ১৬ মার্চ ২০১৪ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করেছেন। এটা ছিল একটা দীর্ঘ সফর। নিউজিল্যান্ডের অনেকগুলো শহরে গিয়েছেন। অকল্যান্ড, হ্যামিলটন, টি-আরোহা, তাওরাঙ্গা এবং রোটুরুয়ায় প্রোগ্রাম করেছেন। প্রফেসর হযরতের সাথে আরও দুজন সফরসঙ্গী ছিলেন। এই বইয়ের লেখক তাদেরই একজন, বাংলাদেশ নৌবাহিনীর স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত কমান্ডার মুহাম্মাদ আদম আলী। তিনি হযরতের নিউজিল্যান্ড সফরের ব্যাপারে ভিসা থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনায় প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। খাদেম হিসেবে হযরতের সাথে সফরও করেছেন। প্রফেসর হযরতের বয়ান, ঐ দেশের মানুষ সম্পর্কে তার অনুভূতি এবং সেখানকার মুসলমানদের সমস্যা সমাধানে তার বিজ্ঞ পরামর্শ খুব যত্নসহকারে খেয়াল করেছেন। এর পাশাপাশি তিনি সেদেশের মুসলমানদের অবস্থা উপলব্ধি করার চেষ্টা করেছেন। সেগুলো খুবই প্রাঞ্জল ভাষায় সাবলিল ভঙ্গিতে বর্ণনা করার চেষ্টা করেছেন। এখানে পাঠকসমাজ ভ্রমণ কাহিনীর পাশাপাশি আল্লাহওয়ালার সাথে সফরের ভিন্ন এক অভিজ্ঞতার বর্ণনা পাবেন, যা আপনাকে মুগ্ধ করবে। আল্লাহ তা’আলা তার এ কাজকে কবুল করুন। উল্লেখ্য, এ বইয়ের শেষাংশে নিউজিল্যান্ড সফরে হযরতের কয়েকটি বয়ান সংকলন করা হয়েছে। হযরতের ইংরেজী বয়ানগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে।