ফ্ল্যাপের কিছু কথাঃ মাহবুবুল হকের প্রবন্ধ বিশেষ করে পাঠযোগ্য তাঁর ভাষায় গুণে। তিনি সহজ ও সরল ভাষা এবং ভঙ্গিতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। ফলে পাঠকের কাছে তাঁর কথা সহজে পৌঁছে যায়। বাংলা সাহিত্যের পুরানো ধারা এবং মৌখিক ঐতিহ্যের প্রতি তিনি দৃষ্টিপাত করেছেন মূলত আব্দুল করিম সাহিত্যবিশারদ ও আশুতোষ চৌধুরীর অনুসন্ধান ও সংগ্রহের সুবাদে। লোকসংস্কৃতি সম্পর্কে অবশ্য স্বতন্ত্রভাবে বিস্তৃত আলোচনাও এই গ্রন্থের নানা প্রবন্ধে করা হয়েছে। রবীন্দ্রনাথ -নজরুল সম্পর্কে তাঁর বিচার্য তাঁদের রাজনৈতিক চিন্তা। মাহবুবুল হকের নিজের একটি রাজনৈতিক ভাবেনা আছে। তার প্রকাশ বিশেষ ভাবে দেখি সমর সেন, সুভাষ মুখোপাধ্যায় ও সুকান্ত ভট্রাচার্যের কবিতার আলোচনায়। সেই মনই কাজ করেছে আবুল ফজল ও সৈয়দ ওয়ালীউল্লাহ্র কথাসাহিত্যের বিশ্লেষণ ব্যাখ্যায়।
এই সংকলনে ভাষা, সাহিত্য ও লোকসংস্কৃতি বিষয়ে ৩১ টি প্রবন্ধ গ্রথিত করা হয়েছে । গ্রন্থের প্রথম ভাগে ভাষা বিষয়ক ৮টি প্রবন্ধ দ্বিতীয় ভাগে সংকলিত হয়েছে সাহিত্য বিষয়ক ১৯টি প্রবন্ধ। প্রবন্ধ সম্ভারের আরেকটি মহার্ঘ অংশ লোকসংস্কৃতি বিষয়ে মাহবুবুল হকের প্রবন্ধ চতুষ্টয়। বানান বিশেষজ্ঞরূপে সুপিরিচিত হলেও পাঠক প্রমাণ পাবেন বাংলাদেশের লোকসংস্কৃতি বিষয়েও তিনি একজন বিশিষ্ট গবেষক। তাঁর প্রবন্ধের ভাষা সহজ, সরল, প্রাঞ্জল ও বিষয়ানুসারী। বিভিণ্ন বিষয়ে অধিকার ও চিন্তার শৃঙ্খলার কারণে তাঁর প্রবন্ধ সমূরেহর সরল সৌন্দর্য পাঠকদের কাছে সুখপাঠ্য