জনপ্রিয় লেখক সেলিনা হোসেন-এর নতুন প্রবন্ধের বই। তিনটি অধ্যায়ে অনেকগুলো প্রবন্ধ রয়েছে বইটিতে। উল্লেখযোগ্য প্রবন্ধ- ধর্মের বলয়ে মানবপ্রেম, পরিবেশ ও সাহিত্য, সাক্ষরতা ও দক্ষতা, গবেষণার সীমান্তহীনতা, মেয়েদের যৌনতা : প্রবাদ, অনুভূতি ও বাস্তবতা, সাহিত্যে গান্ধীর পদধ্বনি, আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় সাহিত্য, সচেতন মানুষের দীক্ষা : কামাল উদ্দিন আহমেদ, কুসুমিত পথের কবি : কামাল চেীধুরী, শিশুদের পাশে থাকা : স্বপ্ন ও বাস্তবতা, সংশোধন কেন্দ্রেরই সংশোধন দরকার, যে নদী মরুপথে, মেয়েশিশুর বিশ্বজয়।
সেলিনা হোসেন
সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি ১৪ জুন ১৯৪৭ তারিখে রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ কে মোশাররফ হোসেন ছিলেন রেশমশিল্প কারখানার পরিচালক এবং মাতা মরিয়মন্নেসা বকুল। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে লেখালেখির শুরু করেন এবং তাঁর প্রথম গল্পগ্রন্থ "উৎস" ১৯৬৯ সালে প্রকাশিত হয়। সেলিনা হোসেনের লেখালেখির কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মানুষ, সংস্কৃতি এবং ঐতিহ্য, এবং তিনি বাংলার লোক-পুরাণের চরিত্রসমূহকে নতুনভাবে তুলে এনেছেন। তাঁর উপন্যাসে সমকালের সামাজিক ও রাজনৈতিক সংকট, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ প্রতিফলিত হয়েছে। সাহিত্যে তাঁর পরিচিতি শুধু কথাসাহিত্যেই সীমাবদ্ধ নয়, প্রবন্ধেও তিনি শক্তিশালী ও শাণিত গদ্য নির্মাণে দক্ষ।