প্রায় দুই দশকেরও বেশী বিলেত প্রবাসজীবনে সাগর চৌধুরী যা যা দেখেছেন, সে-দেশের নানা পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে যা জেনেছেন ও শুনেছেন, সে-বিষয়ে তাঁর নিজস্ব অনুভূতি ও অভিজ্ঞতার বিবরণই লেখাগুলোর উপজীব্য। পপসঙ্গীত শিল্পী ক্যাট স্টীভেনস্-এর ইউসুফ ইসলাম হওয়ার বিড়ম্বনা, স্যামুয়েল জনসন-এর সুবিশাল অভিধান প্রণয়নের কাহিনী থেকে শুরু করে বিলেতের লাইব্রেরী-জগৎ, সাহিত্য-জগতের বিচিত্র বিষয় এতে স্থান পেয়েছে। যেসব ঘটনা বা পরিস্থিতির বিবরণ এই লেখাগুলোর মধ্যে রয়েছে, সময়ান্তরে তাদের প্রকৃতি অনেক ক্ষেত্রেই পালটে গেছে। সুতরাং সমসাময়িক পরিস্থিতির সঙ্গে তাদের মধ্যে সামঞ্জস্যের অভাব হয়তো পাঠকদের কারো কারো নজরে আসবে। তবে রাজনীতি, অর্থনীতি বা সমাজব্যবস্থা কোনোটাই যেহেতু এই রচনাগুলোর বিষয়বস্তু নয় সে-কারণে বড় ধরনের কোনো অসঙ্গতি এগুলোর মধ্যে প্রকট নয়। লেখাগুলো খুবই সুখপাঠ্য।
সাগর চৌধুরী
Title :
প্রবাস-বৃত্তান্ত : বিলেতি সংস্কৃতির নানা কথা