সাকিল চৌধুরীর জন্ম ১৯৬২ শেকড়, বিক্রমপুরের ভবানীপুর গ্রাম। পেশায়, ব্যাংকার। লেখাপড়া, ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর। মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত অনেকদিন থেকে।
দেশের বিভিন্ন এলাকা ছাড়াও ভ্রমণ করেছেন এশিয়া, ইউরােপ, আমেরিকার নানা দেশ। লেখালেখির অভ্যাস ছেলেবেলা থেকে।
তাঁর লিখা অন্যান্য গ্রন্থসমূহ : অপরূপ ইউরােপ, ডারিয়া, কলম্বাসের দেশে ও প্রবাসে প্রিয়জন। ভালাে লাগে- ঘুরে বেড়াতে, প্রিয়জনদের সাথে আড্ডা। বসবাস- গাজী ভবন, নয়াপল্টন, ঢাকা।