তারিক সুজাত দেশপ্রেমিক, প্রগতিশীল কবি। ’৮০-র দশকের মাঝামাঝি দিকে তরুণ কবি হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কবিতা তাঁর জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ, জাতীয় কবিতা পরিষদের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম।
সামরিক শাসনবিরোধী আন্দোলনে তাঁর রচিত ‘যাবো বলে থেমে থাকতে নেই’ কবিতাটি ব্যাপকভাবে সকলের মনে দাগ কাটে। পরবর্তী সময়ে তাঁর রচিত সন্ত্রাসবিরোধী কবিতা ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ মানুষের মনে গভীর ভাবাবেগ সৃষ্টি করে। কবিতাটি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৬টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর কবিতায় দেশপ্রেম, প্রকৃতিপ্রেম ও মানব-মানবীর প্রেম সম্মিলিতভাবে নিবিড় দ্যোতনা নিয়ে একীভ‚ত। আমার প্রিয় তারিক সুজাত-এর ‘প্রিয় ৫০ প্রেমের কবিতা’ উপস্থাপন করা হলো, আশা করি কবিতাপ্রেমী পাঠকগণ পছন্দ করবেন।