সারসংক্ষেপ :
"কে আমি? কার আমি ? কোথায় আমি?" মানুষের মনের এই চিরন্তন প্রশ্নের উত্তর কবি খুঁজে পেয়েছেন এই ভাবে_
তুমি নীরব বাতাস হয়ে আছো
সন্ধ্যেবেলা পূজোর ঘরে গান
তোমায় নিয়েই অস্টপ্রহর থাকা
তোমার তরেই বাঁধা আমার প্রাণ।
পরমাত্মাকে খুঁজে পাবার সাথে সাথে কবি খুঁজে পেয়েছেন নিজের প্রকৃত স্বত্তাকে, এমনকি খুঁজে পেয়েছেন আমাদের এই পৃথিবীর চাবিটিকেও।
আর তাইতো কবি আত্মমগ্নতার নিবাস ছেড়ে আত্মসচেতনতায় করেছেন তার হৃদয়ের মমতাময় 'অঙ্গীকার" ।
কবির এই অঙ্গীকারই "পৃথিবীর চাবি " কাব্যগ্রন্থটির মূলমন্ত্র।
এমিলিয়া নূর
Overall Ratings (0)