ফ্ল্যাপের কিছু কথাঃ লিভ্ ফ্রম মোমেন্ট টু মোমেন্ট। অতীত রোমন্থন বা ভবিষ্যত কল্পনার মধ্যে বেঁচে কোন লাভ নেই। আজকের দিনের এই মুহূর্তটিকে পরম প্রাপ্তি বলে যারা জানতে পারেন, মানতে পারেন-তারাই জীবনকে সবচেয়ে বেশি উপভোগ করেন। তন্ময় সেই বিশ্বাসকে পুঁজি করে পথ চলেন। প্রত্যেকটি মানুষের মধ্যে লুকানো, অব্যবহৃত কিছু গুণ থেকে যায়। হয়তো সারাজীবনভর তার গুণ বা সম্ভাবনার কথা জানতেই পারেন না তিনি। তন্ময় সে ক্ষেত্রে তাঁর সম্ভাবনা, উপলদ্ধিকে অনুধাবন করার চেষ্টা করে চলেছেন লেখার মাধ্যমে। একজন সত্যিকারে বড় মাপের লেখকের জীবন কখনই একজন সাধারণ মানুষের জীবনের মত হতে পারে না। তাঁরা অসম্ভব অনুভূতিপ্রবণ হন, তাঁদের কল্পরাজ্যে অনেক ভাবনা ছেঁড়া মেঘের মতো আসা-যাওয়া করে। তন্ময় যাই লেখেন যতটুকু লেখেন চেষ্টা করেন ভালো কিছু লিখতে। লক্ষ্য করলে দেখা যাবে এক ধরনের অভিনবত্ব আছে তাঁর লেখায়। তন্ময় আড্ডাপ্রিয়। তাঁর সুললিত কণ্ঠের গজল বা হারানো দিনের গান অনেকের পছন্দ। সাঁতার ও আবুত্তি সমান পছন্দের। “কাল” নামে একটি প্রত্রিকায় সাহিত্য পাতা দেখেছেন দীর্ঘদিন। মানুষের সম্পর্কের বিভিন্নমুখি কম্পিনেশন, বিচিত্রধর্মী জটিলতা, সূক্ষ্ম, সূক্ষ্মাতিসূক্ষ্ম আদান প্রদান তাঁকে ভাবায় অনুক্ষণ।