জগৎজোড়া বিখ্যাত ডাচ শিল্পী ভ্যান গঘকে নামেই সবাই চেনে। তাঁর প্রকৃত নাম ভিনসেন্ট। তাঁকে নিয়ে এখনও আগ্রহের শেষ নেই শিল্পবোদ্ধা কৌতূহলীদের। যাজকজীবনসহ নানা পেশায় ঘুরে আঁকাআঁকির প্রেমে পড়েন শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ। জন্ম, বেড়ে ওঠা ও কর্মের কারণে নেদারল্যান্ডস, ইংল্যান্ড, বেলজিয়াম এবং ফ্রান্সে বিচরণ করেছেন। চাকরি, শিক্ষকতা, সমাজসেবায় নিয়োজিত থাকেন। নিজে কোনো আয় করতেন না। ছোটভাই থিয়োর আয়ে তিনি চলতেন। বেঁচে থাকতে শিল্পীর স্বীকৃতি পাননি। প্রথাগত শিক্ষা ছাড়া এবং প্রতিকূল পরিবেশে থেকেও স্বল্প সময়ে তিনি যা করে গেছেন এক কথায় তা অবিশ্বাস্য। জীবদ্দশায় একটিমাত্র ছবি বিক্রি হয়েছিল তাঁর। মৃত্যুর পর এক-একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয় কোটি কোটি ডলারে। একসময় মৃগীরোগে পেয়ে বসে তাঁকে। মানসিক রোগের কারণে তাঁকে উন্মাদ আশ্রমেও কাটাতে হয়। মাত্র সাঁইত্রিশ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে কিংবদন্তি চিরকুমার এই শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ আত্মহননের পথ বেছে নেন। আমস্টারডামের ভিনসেন্ট ভ্যান গঘ মিউজিয়াম এবং ওটারলুর দ্য ক্রুয়েলার ম্যুলার মিউজিয়াম অমর হতো না তাঁর চিত্রকর্ম ছাড়া। নিবিষ্ট লেখক ও গবেষক জয়নাল হোসেন ভিনসেন্ট ভ্যান গঘের জীবন ও কর্মের বিশেষ কিছু দিক কৌতূহলী পাঠকের সামনে তুলে এনেছেন ভিন্নমাত্রায়।
জয়নাল হোসেন
জয়নাল হোসেন একজন কৃষিবিদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেছেন। কুমিল্লার মুরাদনগরের কুড়েরপাড় গ্রামে ১৯৫৩ সালের ১১ই আগস্ট তাঁর জন্ম। পিতা তালেব হোসেন, মাতা মাফেজা খাতুন। বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এসএসসি, শ্রীকাইল কলেজ থেকে ১৯৭২ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৭৭ সালে কৃষি অনুষদ থেকে ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেন। চাকরিকালে থাইল্যান্ডের মহিডোল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ নিউট্রিশন থেকে পুষ্টির ওপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এর জীবন সদস্য এবং বাংলাদেশস্থ জাতিসংঘ সমিতির সদস্য। তাঁর রচিত বই: মুর্শিদাবাদ থেকে মধুপুর (২০০০), প্রমিত দৃষ্টিপাত (২০০১), সমুদ্রনন্দিনী কুতুবদিয়া: ইতিহাস ও বর্তমান পরিপ্রেক্ষিত (২০০২), ঠাকুর শম্ভুচাঁদ (২০০৩), শৈলসমুদ্র সান্নিধ্যে (২০০৩), মেঘের মায়াবী চোখ (২০০৭), রাজা ভাওয়াল সন্ন্যাস ও ভাওয়াল পরগনা (২০০৯), পুণ্যের ঘরে শূন্য দিয়ে: ব্যতিক্রমী আট (২০১২), ধীরাজ ভট্টাচার্য ও তাঁর প্রেম উপাখ্যান: মাথিনের কূপ (২০১২), মানবপুত্র গৌতম: ধর্ম ও জীবনাচার (২০১৩), উইলে চার টাকা দুই আনা: সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির (২০১৩), প্রাঙ্গণে মোর: টোকা ডায়েরির পাতা থেকে (২০১৪) ।
Title :
প্রেমিক ভ্যান গঘ ভিনসেন্টের বেদনা-বিলাস ও শিল্পসত্তার গল্প