একটা কথা প্রায়ই শোনা যায়- all's fair in love and war. (প্রেম ও যুদ্ধে সবকিছু ন্যায়সঙ্গত)। কবি নুসরাত জাহানের কথাসাহিত্য ঠিক যেন তার কবিতার মতোই সাবলীল! প্রেমের যুদ্ধে মন-মাঝির নাইয়া হওয়া সবার সাজে না! মনে মনে চাওয়া আর মেনে নেওয়াও এক কথা নয়! জীবনের যোগফল শূন্য হলে সেখানে প্রেমের পাল্লা নেতিবাচকই বটে! আবার প্রেমের কারবারি হলেই সফল জীবনযাপনও করা যায় না! তারুণ্য; মেধা আর মননের সমন্বয়ে ভিন্ন এক ত্রিকোণ প্রেম টানটান উত্তেজনায় পরিণতির দিকে ধাবিত হতে হতে হোঁচট খায় আবেগ-ভালোবাসা আর ভালো-লাগার দেওয়ালে!